Saturday, March 15, 2025
Homeদিনাজপুরঈদ উপলক্ষে মেরামত হচ্ছে ১৬০ টি কোচ, হস্তান্তর ১২৪ টি

ঈদ উপলক্ষে মেরামত হচ্ছে ১৬০ টি কোচ, হস্তান্তর ১২৪ টি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অধিক যাত্রী পরিবহণ করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১২০ টি কোচ মেরামত করা হচ্ছে। এছাড়াও নিয়মিত কাজের শিডিউলে মেরামত করা হচ্ছে আরও ৪০ টি কোচ, ঈদ উপলক্ষে মোট ১৬০ টি কোচ রেল বহরে যুক্ত করা হচ্ছে। এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের দুটি ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বাড়তি কোচ সংযোজন করা হবে। এই লক্ষ্য পূরণে রেল কারখানার ২৮টি শপ কর্মমুখর হয়ে উঠেছে। শ্রমিক-কর্মচারীরা কোচ মেরামতে দৈনিক কর্মঘণ্টা শেষে অতিরিক্ত কাজ করছেন। ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে ১২৪ টি কোচ।

কারখানা সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় মঞ্জুরি ২ হাজার ৮৫৯জন লোকবল থাকলে কর্মরত রয়েছেন মাত্র ৭০৭ জন শ্রমিক-কর্মচারী। নতুন নিয়োগ বন্ধ থাকায় মাত্র ২৫ শতাংশ জনবল উৎপাদনে রয়েছে কারখানাটি। আসন্ন ঈদে যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত কোচ মেরামত করার কর্মযজ্ঞ চলছে। কারখানার ক্যারেজ, বগি, হেভি রিপিয়ারিং শপ, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট সঁপে অচল পুরাতন কোচের মেরামত কাজ চলছে। এসব সপে কোচের জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, নতুন আসন স্থাপন ও অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ করা হচ্ছে। সবশেষে রঙকরণের কাজ হচ্ছে পেইন্ট সপে। এসব কাজে যন্ত্রাংশের জোগান দিয়ে সহায়তা করছে কারখানার আরও ২৪ টি সপ।

কারখানা ক্যারেজ সপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে কারখানার ডিএস মহোদয় মোস্তফা জাকির হাসানের তত্ত্বাবধায়নে জনবল সংকটের মুখে ১০ জনের কাজ করছেন দুইজন শ্রমিক। ঈদকে সামনে রেখে ১২০ টি কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৯০ টি ব্রডগেজ (বিজি) ও ৩০ টি মিটার গেজ (এমজি) রেলপথের কোচ। এছাড়া অতিরিক্ত ৪০ টি কোচ নিয়মিত কাজের অধীন মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে মেরামত করা ৭৮ টি বিজি ও ১৮ টি এমজি কোচ এবং নিয়মিত কাজে ৪০ টি কোচের মধ্যে ২৮ টি কোচ পাকশী ও লালমনিরহাট ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচগুলো আগামী ২০ মার্চের মধ্যে পর্যায়ক্রমে হস্তান্তর সম্পন্ন হবে।

কারখানার শিডিউল সপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমিন জানান, ঈদে ট্রেন বহরে অধিক যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়তে নিয়মিত কাজের বাইরে ১২০ টি কোচ সচল করা হচ্ছে। জরাজীর্ণ কোচগুলোকে নতুন কোচে রূপান্তর করা হচ্ছে। নানামুখী সংকট থাকলেও অগ্রাধিকার দিয়ে ঈদের বাড়তি কোচ সরবরাহের কাজ করছি আমরা। কারখানার শ্রমিক-কর্মচারীরা বলেন, মালামাল ও লোকের সংকট থাকলেও ঈদে যাত্রী সেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। আমরা অতিরিক্ত শ্রম দিয়ে কয়েক গুণ বেশি কাজ করছি কোচ মেরামতের লক্ষ্য পূরণে। যাতে ঈদযাত্রায় অধিকসংখ্যক যাত্রী বহন করতে পারে রেলওয়ে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্ব¡তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান বলেন, ঈদে রাজধানী ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে ফিরতে পারেন সেজন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ সংযুক্ত করার প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়াও পার্বতীপুর-জয়দেবপুর ও খুলনা-জয়দেবপুর রুটে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যা ঈদের আগে ও ঈদের পরে চলাচল করবে। এজন্য ১২০টি কোচ মেরামতের সঙ্গে নিয়মিত কাজের আরও ৪০টি কোচ মেরামত করা হচ্ছে। সবগুলি কোচ ২৪ মার্চের মধ্যে হস্তান্তরের লক্ষ্য থাকলেও তা ২০ মার্চের মধ্যে রেলওয়ের ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর