Wednesday, April 9, 2025
Homeগাইবান্ধাইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরুদ্ধ পরিবার মুক্ত

ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরুদ্ধ পরিবার মুক্ত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবু হোসেন নামের এক ব্যক্তি যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে তার সহোদর ভাই আল-আমিন মিয়ার পরিবারকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সৃষ্ট পরিস্থিতে আল-আমিন মিয়ার পরিবারের সদস্যদের চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনার অভিযোগে ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন সরেজমিনে গিয়ে ওইসব বেড়া অপসারণ করে ভুক্তভোগী পরিবারকে মুক্ত করে দেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে ধাপেরহাট ইউনিয়নের চকসারাই গ্রামের আল-আমিন মিয়ার পরিবারকে মুক্ত করেন এই চেয়ারম্যান। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, চকসারাই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আল-আমিন মিয়া ও তার ভাই আবু হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার আল-আমিনের বাড়ির রাস্তায় আবু হোসেন বাঁশের বেড়া দিয়ে আল-আমিনের পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় চলাচল বন্ধ হয়ে পড়ে আল-আমিনের পরিবারের সদস্যদের। এদিকে এই অমানবিক ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীও। একপর্যায়ে রাস্তা বন্ধের ঘটনাটি জানতে পারেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনা স্থলে গিয়ে সেই বেড়া খুলে দেন তিনি।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, চকসারাই গ্রামের আল-আমিন মিয়ার যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ পাই। এরপর বিষয়টি আলোচনান্তে স্থানীয় বিএনপির নেতা, গ্রামপুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় ওই বেড়া অপসারণ করে আল-আমিনের পরিবারকে মুক্ত করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর