বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) গতকালের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা থাকা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় এই সাধারণ ছুটি দেন কারখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন— চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪ শতাংশ: বাণিজ্য উপদেষ্টা
বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিলো উল্লেখ করে শ্রমিকরা বলছেন, কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। অন্যান্য পোশাক কারখানার মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
তবে মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন— প্রশাসন ক্যাডারের ৪৯ জনের তালিকা দুদকের হাতে
কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিক ও চাকরি প্রত্যাশিদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিলো। শ্রমিক ও বহিরাগতদের বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল বুধবারও অশান্ত ছিলো। বিক্ষোভ ও হামলার কারণে ১৬৭টি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। পরে শনিবার অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, রোববার থেকে সাভারের আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা থাকবে।