মো:আব্দুল্লাহ আল মামুন,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, “অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা অপরাজনীতি ও অপশক্তির সাথে কখনো অাপোষ করব না, বরং আল্লাহর জমিনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো।”
রবিবার (২৩ মার্চ) সন্ধায় নীলফামারীর ডোমারে সোনারায় হাইস্কুল মাঠে জমিয়তে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।
এছাড়াও ইফতার মাহফিলে মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।