Saturday, March 15, 2025
Homeদিনাজপুরআমগাছে ঝুলছিল গৃহবধূর লাশ

আমগাছে ঝুলছিল গৃহবধূর লাশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে গলায় ওড়না পেঁচিয়ে সুমিতা রানী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হামিদপুর ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমিতা রানী ওই গ্রামের ভানু চন্দ্র রায়ের স্ত্রী।

জানা যায়, বিকালের পর থেকে নিখোঁজ হয় সুমিতা রানী।সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে আম বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন স্থানীয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর