Sunday, March 16, 2025
Homeনীলফামারীআত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃআব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রতিনিধিঃ
আত্মগোপনে থাকা নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক এমপি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশিয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাছাড়া ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিনও তার বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ সুত্র জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী অান্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর