Monday, March 17, 2025
Homeদিনাজপুরঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, মা ফুড কারখানাকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, মা ফুড কারখানাকে জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত মা ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে এ অভিযান চালিয়ে কারখানার মালিক জুয়েল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। অভিযানকালে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এছাড়া স্থানীয় সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান প্রত্যক্ষ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

এ বিষয়ে সতর্কতা হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর