Friday, March 28, 2025
Homeদিনাজপুর৫ দফা দাবিতে দিনাজপুরে মউশিক কল্যাণ পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন

৫ দফা দাবিতে দিনাজপুরে মউশিক কল্যাণ পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সালাউদ্দিন, দিনাজপুর প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরতদের চাকুরি জাতীয়করণ এবং ৪ মাসের বকেয়া বেতন বোনাস ঈদের আগে পরিশোধসহ ৫ দফা দাবিতে মউশিক কল্যাণ পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্ট কর্মচারীরা।

অন্যান্য দাবির মধ্যে ঈদের আগেই অষ্টম প্রকল্প অনুমোদন, বেতন বৃদ্ধি, শিক্ষক তহবিল গঠন করে অসুস্থ অথবা মৃত্যুবরণকারী শিক্ষক-শিক্ষিকাদের এককালীন অর্থ প্রদানের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আউটসোর্সিং পদ্ধতি মেনে নেওয়া হবেনা বলে হুঁশিয়ারি জানিয়েছেন সংগঠনের নেতারা।

এসময় বক্তব্য দেন মউশিক কল্যাণ পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সোবহান, মাওলানা জবাইদুর রহমান, সদরের উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারীসহ অন্যান্যরা।

দাবি পূরণে ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষনসহ দাবি আদায়ের প্রয়োজনে দেশজুড়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তারা। মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর