Sunday, March 16, 2025
Homeদিনাজপুরহিলিতে ৩৫ দিন পর সূর্যের লাশ উত্তোলন

হিলিতে ৩৫ দিন পর সূর্যের লাশ উত্তোলন

সাবেক মেয়রের বাড়িতে আগুনে পুড়ে নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হিলি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে নিহত আসাদুজ্জামান নুর সূর্যের (১৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

ঘটনার ৩৫ দিন পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন ও পুলিশের উপস্থিতিতে পৌরসভার বড় ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সূর্য ডাঙ্গাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুজ্জামান সূর্য ও পাঁচবিবি থানার নাঈম ইসলামের লাশ হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়ায় তাদের লাশ দাফন করেছিল পরিবার। গত ১৯ আগস্ট এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেন সূর্যের বড় ভাই সুজন (২৮)। মামলায় সাবেক মেয়র জামিল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ২৩ নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৯০-১০০ জনকে আসামি করা হয়।’

এসআই আরিফ হোসেন আরও বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে আমরা লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করি। আদালত অনুমতি দেওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়েছে। লাশ তোলার পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিকালে বিক্ষুব্ধ জনতা পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন দেয়। সেদিন রাতে ওই বাড়ি থেকে আসাদুজ্জামান সূর্য ও নাঈম ইসলামের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর