গাইবান্ধা: গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঢাকার সাভার থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাহবুব আরা বেগম গিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশের একটি সূত্র।
নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তিনি।
Facebook Comments Box