Saturday, March 15, 2025
Homeকুড়িগ্রামসড়ক সংস্কার করল বিজিবি, ছাত্র-জনতা

সড়ক সংস্কার করল বিজিবি, ছাত্র-জনতা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দীর্ঘদিন ধরে খানাখন্দ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি। এ কারণে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার হন শিশু শিক্ষার্থী, পথচারীসহ টহলরত বিজিবি সদস্যরা। এ সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ-সমাবেশও করেন এলাকাবাসী। কিন্তু সুফল মেলেনি। অবশেষে গতকাল শনিবার বিজিবি ও ছাত্র-জনতার উদ্যোগে স্বেচ্ছায় সড়কটি সংস্কার করা হয়েছে। এই সড়কটি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এলাকায়।
গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ সড়ক এলাকার মানুষের কাছে গলার কাঁটা হয়ে ছিল। তা আজ (শনিবার) সংস্কারের কাজ করেছে ছাত্র-সমাজ ও গ্রামবাসী ও বিজিবি। এতে চলাচলে দুর্ভোগ থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ, কোমলমতি শিশু শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, ব্যবসায়ীসহ টহলরত বিজিবি সদস্যরা।
ছাত্রসমাজের হাফিজুর রহমান হাফিজ জানান, এ সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করে ২০ হাজার মানুষ। এ কারণে জনদুর্ভোগ নিরসনে বিজিবি, ছাত্র সমাজ ও গ্রামবাসী মিলে সড়কটি মেরামত করা হয়।
গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার এ বি সিদ্দিক বলেন, তাদের টহল জোরদার করতে এবং এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্রসমাজ ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে।
রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক জানান, এ সড়কের জন্য এখনও কোনো বরাদ্দ হয়নি। বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।

-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর