Monday, March 17, 2025
Homeজাতীয়রংপুরে সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রংপুরে সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর: রংপুরের সাবেক কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিন মিয়া ও তাঁর ছোট ভাই মো. শাহজাদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চাকরিতে থাকাকালে শুল্ক ফাঁকি, ঘুষ ও দুর্নীতি করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে রোববার রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ পরোয়ানা জারি করেন। দুদকের স্পেশাল পিপি এ কে এম হারুন উর রশিদ খবরটি নিশ্চিত করেছেন।

পিপি জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রুবেল হোসেন গত ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

এতে উল্লেখ করা হয়, আলাউদ্দিন চাকরিকালে শুল্ক ফাঁকি দিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জন করেছেন বলে তদন্তকালে প্রতীয়মান হয়েছে, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। রোববার বিচারক শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে আলাউদ্দিন মিয়া ও তাঁর ভাই মো. শাহজাদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এজাহার থেকে জানা যায়, দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে আলাউদ্দিনে বিরুদ্ধে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রংপুর দুদকের কর্মকর্তারা ছায়া তদন্ত করে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৫৮ লাখ ৭ হাজার ৩০৮ টাকা সম্পদ অর্জনের সত্যতা পান। তাঁর ভাই মো. শাহজাদার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার ১৯৪ টাকা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর