Sunday, March 16, 2025
Homeরংপুররংপুরে সাংস্কৃতিক কর্মি ও নারী উদ্দ্যোক্তার নামে মিথ্যে অপপ্রচার, থানায় সাধারন...

রংপুরে সাংস্কৃতিক কর্মি ও নারী উদ্দ্যোক্তার নামে মিথ্যে অপপ্রচার, থানায় সাধারন ডায়েরি।

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:
রংপুরে বাংলাদেশ বেতারের উপস্থাপক ও বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত গীতিকার, নারী  উদ্দ্যোক্তা সফুরা খাতুন এর নামে  অজ্ঞনামা একদল সংক্রীয় চক্র মিথ্যা অপপ্রচার চালিয়েয়ে যাচ্ছে ও হুমকি দিচ্ছে। এমন্ত অবস্থায় প্রাণ নাশ ও সামাজিকভাবে  ক্ষতির সম্মুখীন হচ্ছেন সফুরা বেগম। তিনি এ বিষয়ে  গতকাল রংপুর কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করেন। যার নং- ৩৪৬ ও ট্রেকিং: YY86P7। এ ছাড়াও তিনি তার ফেসবুক আইডিতে ডায়েরী সংক্রান্ত বিয়য় তুলে ধরেন।

সফুরা খাতুন এর ফেসবুক পোস্ট থেকে নেওয়া।

সফুরা খাতুন বলেন, কোনো দলের রাজনীতির প্রতি কোনোদিন আমি বা আমার পরিবারে কেউই জড়িত ছিলোনা ছিলোনা,নেই।তাছাড়া আমার পরিবারে কেউই এ অঙ্গনের সাথে জড়িত নয়।তাই অনেক কাঠখড় পুড়ে আমি অন্যায়ের সাথে আপোষ না করে এ শহরে নিজেকে টিকিয়ে রেখেছি।নারী বলে, একা বলে কেউ তখন দমাতে পারেনি,আজও পারবেনা ইনশাআল্লাহ। সত্য বলবোই,প্রতিবাদ করবোই।
এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার এসআই ( নিরস্ত্র) মোঃ আব্দুল হালিম মিয়া বলেন_ আমরা অফিযোগ পেয়েছি। যেহুতু ডায়েরীতে কোন নাম উল্ল্যেখ নেই তাই আমরা অভিযোগটি আদালতে পাঠিয়ে দিব,  আদালত থেকে নির্দেশনা আসলে আমরা নির্দেশনা অনুযায়ী  কাজ করব।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর