রংপুর প্রতিনিধি:
রংপুরে বাংলাদেশ বেতারের উপস্থাপক ও বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত গীতিকার, নারী উদ্দ্যোক্তা সফুরা খাতুন এর নামে অজ্ঞনামা একদল সংক্রীয় চক্র মিথ্যা অপপ্রচার চালিয়েয়ে যাচ্ছে ও হুমকি দিচ্ছে। এমন্ত অবস্থায় প্রাণ নাশ ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সফুরা বেগম। তিনি এ বিষয়ে গতকাল রংপুর কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করেন। যার নং- ৩৪৬ ও ট্রেকিং: YY86P7। এ ছাড়াও তিনি তার ফেসবুক আইডিতে ডায়েরী সংক্রান্ত বিয়য় তুলে ধরেন।

সফুরা খাতুন বলেন, কোনো দলের রাজনীতির প্রতি কোনোদিন আমি বা আমার পরিবারে কেউই জড়িত ছিলোনা ছিলোনা,নেই।তাছাড়া আমার পরিবারে কেউই এ অঙ্গনের সাথে জড়িত নয়।তাই অনেক কাঠখড় পুড়ে আমি অন্যায়ের সাথে আপোষ না করে এ শহরে নিজেকে টিকিয়ে রেখেছি।নারী বলে, একা বলে কেউ তখন দমাতে পারেনি,আজও পারবেনা ইনশাআল্লাহ। সত্য বলবোই,প্রতিবাদ করবোই।
এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার এসআই ( নিরস্ত্র) মোঃ আব্দুল হালিম মিয়া বলেন_ আমরা অফিযোগ পেয়েছি। যেহুতু ডায়েরীতে কোন নাম উল্ল্যেখ নেই তাই আমরা অভিযোগটি আদালতে পাঠিয়ে দিব, আদালত থেকে নির্দেশনা আসলে আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব।