রংপুর প্রতিনিধিঃ সারা দেশের মতো রংপুরেও কোটা সংস্কার ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে শহিদি মার্চ পালন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর প্রেস ক্লাব থেকে টাউন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে ‘শহিদি মার্চ’ কর্মসূচি পালন করেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহিদি মার্চ র্যালি প্রেস ক্লাব থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে শহিদ পরিবারের বক্তব্য, আলোচনা, ধর্মীয় প্রার্থনা করা হয়।
এর আগে দুপুরে শহিদি মার্চের কর্মসূচি হিসেবে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচির আয়োজন করেন রংপুর মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ কর্মসূচিতে শহিদদের স্মরণে গাছ লাগিয়ে এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ডা. সারোয়ার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার শরীফ উদ্দীন, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. মাহফুজার রহমান, ছাত্র সমন্বয়ক ইমরানসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।