Sunday, March 16, 2025
Homeরংপুররংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে এলেন ১২ যুবক। প্রত্যেকের গায়ে জড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লালগালিচা মাড়িয়ে উঠলেন বিয়ের মঞ্চে। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১২ যুগল। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

বর-কনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে বেসরকারি এ সংস্থাটি। সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন ৯০ জন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ যুগলের বিয়ের আয়োজন করা হয়েছে। তবে তাদের দুটি শর্ত দেওয়া হয়। যার একটি হচ্ছে- বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না, অপরটি হচ্ছে- যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে।

‘বিয়ে আপনার, খরচ আমাদের’ ক্যাম্পেইনে এ বিয়ে আয়োজনে ছিলেন বর-কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। নবদম্পতিদের তোশক, বালিশ এবং নতুন সংসার শুরু করতে যে হাঁড়ি-পাতিল ও প্লেট-বাটিসহ গৃহস্থালির জিনিসপত্র উপহার দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দম্পতির জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর যে কোনো বিষয়ে এসব দম্পতি পাবেন কাউন্সেলিং সেবা।

নবদম্পতি শাহরিয়ার ইসলাম লিখন ও শারমিন সুলতানা বলেন, স্বপ্নেও ভাবিনি এত সুন্দর বিয়ের আয়োজন হবে। এ আয়োজনের মাধ্যমে একটি মহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অঙ্গ হিসেবে তুলে ধরা হলো।

কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তার অবসান হয়েছে। বিয়েতে তাদের কোনো যৌতুক দিতে হয়নি। কোনো খরচ ছাড়াই এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে খুশি তাদের পরিবারসহ আত্মীয়-স্বজন।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য আমাদের এ উদ্যোগ। যাতে যুবক-যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করে। কন্যাদায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজন করে যাচ্ছি। এর পরে আমাদের এ আয়োজন ঢাকায় হবে।

-কালবেলা

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর