গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মাজারের বাৎসরিক ওরসে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীলতার অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা ও সিরাতে মুস্তাকিম পরিষদ নামে একটি সংগঠন।
আজ শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা,মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মাজারের সামনে গেলে উত্তেজিত জনতা ওরসের তোরণ ও প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় এবং মাজারে ভাঙচুর চালায়।
স্থানীয় জনতা ও সিরাতে মুস্তাকিম পরিষদের অভিযোগ, ওরসের নামে বিদাত ও শিরক করা হয় ওই মাজারে। কথিত পীরকে খোদা মেনে করে সরাসরি সিজদা করা হয়। মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজার মত করে পূজা করা হয়। প্রতিবছর ১৮ ফাল্গুন ওরসের নামে নারী-পুরুষ একত্রে হয়ে ভণ্ডামি ও মাদক সেবন করে।
খবর পেয়ে সন্ধ্যার পর সেখানে পুলিশ ও সেনা বাহিনীর একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।