নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভুূরুঙ্গামারী উপজেলায় উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আরিফুজ্জামান রনি (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ এপ্রিল সোমবার বিকেলে জয়মনিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃত রনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট বাজার সংলগ্ন ছোটখাটামারী গ্রামের শাহ্ সুফি বাবুল আক্তার (শফি ডাক্তার) – এর ১ম পুত্র।
পুলিশ জানায়, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার ৭ এপ্রিল গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box