Sunday, April 20, 2025
Homeখেলাধুলাবৃষ্টিবিঘ্নিত দিনে মোহামেডানের হার, আবাহনীর জয়

বৃষ্টিবিঘ্নিত দিনে মোহামেডানের হার, আবাহনীর জয়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনলাইন ডেস্কঃ গ্রুপ পর্ব শেষে আজ থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ। প্রথম দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছে ৬ দলই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বিকেএসপিতে নামে আবাহনী এবং অগ্রণী ব্যাংক।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মোহামেডান। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ২৭ রানে বিদায় নেন ওপেনার তৌফিক খান তুষার। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন কিছুটা চেষ্টা চালান দলকে টেনে তোলার। যদিও ফিরে যান ব্যক্তিগত ৩৫ রান করে।

ইনিংস বড় করতে পারেননি ফরহাদ হোসেন, আরাফাত সানীরাও। ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সাজঘরে ফিরেছেন মাত্র ১২ রান করে। ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। এরপর দলের হাল ধরতে চেষ্টা করেন আরিফুল ইসলাম। তবে দলীয় ১১৭ রানে ৭ উইকেট হারানোর পর শুরু হয় বৃষ্টি। এরপর আর ব্যাটিংয়ে নামা হয়নি।

এদিন বল হাতে দলকে ভালো শুরু এনে দেন রূপগঞ্জের বোলাররা। বিশেষ করে স্পিনার তানভীর ইসলাম। এই বোলার ৮ ওভার বল করে ৩৭ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। এ ছাড়া ২টি উইকেট শিকার করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

বৃষ্টি বাধা শেষে একবারে ব্যাট করতে নামে রূপগঞ্জ। বৃষ্টি আইনে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সাইফ হাসান, এ ছাড়া সৌম্য সরকার করেন ৩৬ রান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক। ওপেনার প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। এরপর দলের হাল ধরেন ইমরুল কায়েস কায়েস এবং ইমরান উজজামান। ২৯ রান করে ইমরান বিদায় নিলেও অবিচল ছিলেন ইমরুল। ব্যক্তিগত ৪৮ রানে থাকা অবস্থায় দলের রান যখন ১০৯ তখন হানা দেয় বৃষ্টি।

এরপর আর ব্যাট করতে পারেনি দলটি। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য থাকে ৭৫ রান। যা ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দলটি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর