Wednesday, March 19, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে দারুল হুদা মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

বীরগঞ্জে দারুল হুদা মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমী ও লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসায় প্রতিবারের ন্যায় এবারো দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই রমজান সোমবার পৌরশহর মাকড়াই এলাকায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও বিপুল সংখ্যক রোজাদার মুসল্লির সাথে বিশেষ দোয়া এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর। তার সাথে ছিলেন চৌকস পুলিশ অফিসার সিরাজুল আওলাদ সুমন, অপারেটর ওয়াজেদ, গোয়েন্দা পুলিশ হাবিবুর রহমান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহ সভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন ও নাজমুল ইসলাম।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সারওয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার দেশ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম এবং আব্দুর রহিম, নুরন্নবী, আমিরুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এতিম ছাত্র, মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি, মহল্লাবাসী, ব্যবসায়ী ও রোজাদার সমন্বয়ে প্রায় ৬ শতাধিক গণ্যমান্য মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নিয়ে ইফতার করেন।

ইফতার পূর্ব আলোচনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান গনি জিহাদী ও সহকারী শিক্ষক নাইমা নগর জামে মসজিদের ইমাম মাওলানা মো: নাজমুল ইসলাম, তারা বলেন প্রত্যেক ইমানদার মুসলমানের উচিত হিসাব করে সহিহ শুদ্ধ সুন্দর ভাবে যাকাত প্রদান করা এবং মহান আল্লাহ যাকাত কে ফরজ করেছেন। বক্তাগণ সকল দ্বীনদার মুসলিম ভাইবোনদের কাছে যাকাত ও ফিতরার টাকা মাদ্রাসায় দান করার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর