Sunday, March 16, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে ইউএনও'র বদলিতে মিষ্টি বিতরণ

বীরগঞ্জে ইউএনও’র বদলিতে মিষ্টি বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃতোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীর বদলির খবরে এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। সোমবার সকালে বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি সরকারি এক প্রজ্ঞাপনে ইউএনও ফজলে এলাহীকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বদলি করা হয়।

উল্লেখ্য যে, ইউএনও ফজলে এলাহী বীরগঞ্জে যোগদানের পর থেকে তার সীমাহীন ঘুস-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিল সকল শিক্ষক কর্মচারীসহ আ’ম জনতা। তার বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, অন্যায়ভাবে এক শিক্ষককে বরখাস্ত করা, হাটবাজার, মাটি ও বালুমহাল ইজারায় অনিয়ম-দুর্নীতি সহ অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

ইউএনও ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আহম্মেদ যোগসাজশে অবৈধভাবে ৩টি পদে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অপরাধে সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান। ২৩ ফেব্রুয়ারি সকালে ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও মাদ্রাসা সুপার নুর আহম্মদকে চাকরিচ্যুত করা সহ এই অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছিল এলাকাবাসী। এর আগেও তার অপসারণ ও শাস্তি চেয়ে ২০২৪ সালের ৪ই ডিসেম্বরে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষক ও ছাত্র-জনতা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর