মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। শুক্রবার রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল, ২ প্যাকেট শুকনো খাবার ও ৬ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সেইসাথে ঘর নির্মাণের জন্য দ্রুত প্রত্যেক পরিবারকে দুইবান ঢেউটিন ও জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৫ পরিবারের যাবতীয় সরঞ্জাম, নগদ টাকা সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়।