Sunday, March 16, 2025
Homeদিনাজপুরবিরামপুরে ‘সুইটহাট’ লিখে ফেসবুকে রিভালবার পোস্ট, আটক তরুণ

বিরামপুরে ‘সুইটহাট’ লিখে ফেসবুকে রিভালবার পোস্ট, আটক তরুণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

(দিনাজপুর) প্রতিনিধি
‘সুইটহাট’ লিখে ফেসবুকে রিভালবার পোস্ট করা
দিনাজপুরের বিরামপুরে নাবিল হোসেন নামের এক
তরুণকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ৯
টায় বিরামপুরের বড়মাঠ এলাকা থেকে আটক করা হয়।
আটক নাবিল বিরামপুরের ইসলাম পাড়া মহল্লার মৃত
নজরুল ইসলামের ছেলে।
বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল
হক চ্যানেল ২৪ অনলাইনকে জানান, আটক নাবিল নেট
থেকে দুটি ম্যাগজিনসহ রিভালবার ডাউনলোড করে।
এবং রোববার বিকেল ৫ টায় রিভালবারে সুইটহার্ট
লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি থানা
পুলিশের নজরে আসলে তাকে ধরতে অভিযান চালনো
হয়। রাত ৯ টায় বিরামপুর ইসলামপাড়া বড়মাঠ এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আটক নাবিল নিষিদ্ধ ঘোষিত
ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সদস্য।
এবং ২৫ অক্টম্বর বিরামপুর থানায় হত্যা মামলার
আসামী। তাকে অবশ্য সেই মমালায় আটক দেখানো
হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর