Sunday, March 16, 2025
Homeপঞ্চগড়বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা (মিলন) এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং গত ৫ আগস্ট থেকে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ২৫ সেপ্টেম্বর ২০২৪ জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্রপ্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইউএনও মো. ফজলে রাব্বি বলেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মূলত বিভিন্ন অভিযোগ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ছাড়া উক্ত ইউনিয়ন পরিষদের সকল সেবামূলক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর