Sunday, April 20, 2025
Homeকুড়িগ্রামফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে এক নারীর মৃত্যু

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে এক নারীর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৩.০৪.২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর বিশাল আকৃতির গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৬)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাকি ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৪টার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে দিঘির হিরে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ উপরে পড়ে ছকিলা বেগমের ঘরের উপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ কেটে সড়ানোর পর সকাল ৬ টায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় চা বিক্রেতা ছবিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪ টায় জকুরটল বাজারে দোকান খুলতে যায় এবং পাশেই চিৎকার শুনতে পাই। পরে সেখানে গিয়ে দেখি সকিনা বেগম বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিশাল একটি ভেল্লির গাছ পড়ে তার মৃত্যু হয়েছে। পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় গাছ কেটে লাশ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন করেছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর