Sunday, April 20, 2025
Homeজাতীয়ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধ এবং জাতিসংঘের কঠোর হস্তে এই সহিংসতা দমন করার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে সীরাতে মুস্তাকিম পরিষদ ঘোড়াঘাট দিনাজপুর এর ব্যানারে বিরাহিমপুর গূচ্ছ গ্রাম হেলিপ্যাড মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ পুরো বাজার এলাকা প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ ভাতছালা রোড সংলগ্ন শাহানসার বিল্ডিং এর সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে উপজেলার সকল স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সীরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল সহ আরও অনেকে মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিতে যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে মুসলিম বিশ্বকে এগিয়ে আসা উচিত এবং জাতিসংঘকে এই সহিংসতা কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানান তারা। এছাড়াও ইসরাইলের পণ্য ক্রয়-বিক্রয় এবং ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন তারা। বিক্ষোভ শেষে মাওলানা মোঃ ফজলুল হক ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করে সমাপ্ত ঘোষণা করেন।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর