Saturday, April 19, 2025
Homeদিনাজপুরফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি বাসীর বিরুদ্ধে চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরিফুল ইসলাম, বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলমান ফিলিস্তিনের ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিররতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।

এসময় নবাবগঞ্জের সর্বস্তরের মানুষরা বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর