পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় ‘হিতৈষী’ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পীরগাছা জেএন হাইস্কুল সংলগ্ন একটি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সাধারন সম্পাদক পদে প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে আরিফ আহমেদ নির্বাচিত হন। সংগঠনটির সাধারন পরিষদের (প্রতিষ্ঠাকালীন সদস্য) ১৯ সদস্যের মধ্যে ১৪ জন সদস্য গোপন ভোটের মাধ্যমে ওই তিন জনকে নির্বাচিত করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারন পরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম। নির্বাচিত আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন সুমন। দেলোয়ার হোসেন সুমন আরও জানান, হিতৈষী সংগঠনটি ২০১২ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছেন।