Sunday, March 16, 2025
Homeরংপুরপীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক...

পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক রিয়াজুল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁন মিয়া। একশো ভোটের মধ্যে তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ফুটবল প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫৭ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান । মঙ্গলবার তাম্বুলপুরের ঘগোয়া সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম সরকার ও সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক সোলায়মান হক, ওয়াহেদুজ্জামান বাবলু, আবু তাহের, হারুন অর রশিদ, আব্দুল আমিন, আহম্মদ আলী প্রমুখ।
নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জাকির আহমেদ, সদস্য আজাদ হোসেন ও রবি লাহিড়ী। উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর