Saturday, March 15, 2025
Homeরংপুরপীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’

পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে এক ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে শহিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২৪ এর গণঅভ্যুত্থান শহিদের পরিবারের সদস্য শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস ব্যবসায়ী শহিদ মামুন মিয়ার মা তাসলিমা বেগম এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম। এসময় তাদের স্বামী ও ছেলে হারানো কষ্টের কথা তুলে ধরে কাঁন্নায় ভেঙে পড়েন।
আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, ছাত্র প্রতিনিধি শামিম মিয়া ও ফারদিন এহসান মাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন ধর্মের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পীরগাছা উপজেলায় তিনজন শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন ১০জন। শহিদদের নামে বিভিন্ন অডিটোরিয়াম, রাস্তাঘাট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনায় তাদের নামকরণ করা হবে বলে তিনি জানান।স্মরণসভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর