ইকবাল বাহার, পঞ্চগড়:
পঞ্চগড় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের বিভিন্ন জেলায় মাশরুম ও মুক্তার চাষ সল্প পরিসরে হলেও বৃহৎ আকারে নেই। সে হিসেবে পঞ্চগড় মাশরুম ও মুক্তা চাষের ব্রান্ডিং জেলা হতে পারে।
তিনি শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় জেলা প্রশাসন ইকো পার্ক ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে ইকোপার্ক চত্বরে দুইদিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষে প্রশিক্ষণ কর্মশালায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এখন অনেক মায়েরাই আর স্বামীর উপর নির্ভর হতে চান না। তারা নিজেরাই স্বাবলম্বী হতে চান। দেশে এখন অনেক তরুণ উদ্যোক্তা তৈরী হচ্ছে।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজকোর্ট এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আদম সুফি, জেলা জজকোর্ট এর জিপি এ্যাড. এমএ আব্দুল বারী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, মুক্তা চাষ কর্মশালার প্রশিক্ষক ড. নজরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় প্রমুখ বক্তব্য রাখেন।