Sunday, March 16, 2025
Homeনীলফামারীনীলফামারীতে সাবেক দুই এমপি সহ ৭৪জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীতে সাবেক দুই এমপি সহ ৭৪জনের বিরুদ্ধে মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
আব্দুল্লাহ আল মামুন,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল সহ  ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শত জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। হত্যার চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার ডিমলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলার ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা এলাকার মৃত কছির উদ্দিন এর ছেলে আনিসুর রহমান।
আদালতের বিজ্ঞ বিচাররক আশিকুর রহমান মামলাটি এফ আই আর হিসেবে গন্য করে ডিমলা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার সূত্র মতে, ২০২১ সাল থেকে আসামীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।  নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের মদদে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। আসামীরা মামলার বাদী আনিছুর রহমানের কাছে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করেন। এতো দিন আসামীদের অনেক অন্যায় অত্যাচারও নীরবে সহ্য করেছে। তাদের দাপটে কেউ মামলা করতে সাহস পায়নি। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট আসামীরা চাঁদাবাজি করতে গেলে বাদী আনিছুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে  তাকে মারপিট ও হত্যার চেষ্টা করা হয়।
বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর