Monday, March 17, 2025
Homeনীলফামারীনীলফামারীতে শ্রদ্ধাভরে স্মরণ ভাষা শহীদদের প্রতি

নীলফামারীতে শ্রদ্ধাভরে স্মরণ ভাষা শহীদদের প্রতি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি: ভালোবাসা ও শ্রদ্ধার সাথে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন নীলফামারীর সর্বস্তরের মানুষ। আজ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে বিচার বিভাগের পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল, পৌরসভা, নীলফামারী প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এরপর এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রথম প্রহর শেষ করা হয়।বাংলা অক্ষর দিয়ে সাজানো হয় নীলফামারী শহীদ মিনার ও শহীদ মিনার সংলগ্ন নবনির্মিত শিশু পার্ক ও পার্কের বিভিন্ন বৃক্ষরাজ।

এছাড়াও ভোরে হয়েছে প্রভাতফেরি। নীলফামারীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে শুক্রবার সকাল ৭টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পোস্টার, পুস্তক, আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগার অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ভাষা শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর