মো. নাঈম শাহ্,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন কুমার দাস আদিত। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক রুবেল আমিন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
এসময় বক্তারা বলেন,‘কমিটি গঠন শুধুমাত্র একজন নেতা নির্বাচন করা নয়, বরং এটি একটি প্রক্রিয়া যা সংগঠনের শক্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। তাই আমাদের সবাইকে এই প্রক্রিয়ায় পূর্ণ সততা এবং দায়িত্বশীলতার সাথে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিটে যোগ্যদের স্থান দিতে হবে, যারা দলের আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করতে পারবে। ছাত্রদলের মতো একটি শক্তিশালী সংগঠনে কমিটি গঠন সঠিকভাবে করতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে লক্ষ্য, তা অর্জনে আরও একধাপ এগিয়ে যাব আমরা।’
কর্মী সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইসুল ইসলাম রানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারীতে ছাত্রদলের ইউনিট কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মী সম্মেলন
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর