Saturday, April 19, 2025
Homeনীলফামারীনীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা

নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নীলফামারী জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল।
বিশেষ অতিথি হিসেবে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এ.এইচ.এম আব্দুল ওয়াহাব সজিব, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. মো. শফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মো. সোয়েম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো।
এসময় বক্তারা বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবী সমাজের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী হাতিয়ার। শুধু আদালত প্রাঙ্গণে নয়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আন্দোলনেও আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনজীবীরা হলেন জনগণের কণ্ঠস্বর এবং ন্যায়ের প্রতীক। তাই সংগঠনের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে, আইনজীবী ফোরামের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও সুসংগঠিত হতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক পিপি গোলাম মোস্তফা সজীব, আইনজীবী হারেজ মর্তুজা বাবুল, মোরসালিন রায়হান কাকন সহ আরও অনেকে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর