নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর এক ইউনিয়ন কর্মী গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, বাগডাঙ্গা কালিরপাট গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মেহেদী হাসানের সাথে নেওয়াশীর পূর্বের গ্রাম এলাকার আজিজুল হকের বোনের সাথে আজ থেকে ৯ বছর পূর্বে বিবাহ হয়।
পারিবারিক সমস্যার কারনে উম্মে কুলছুমের সাথে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে আজিজুল হকের বোন উম্মে কুলছুমকে
সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামের আলতাফ হাফেজের ছেলে আব্দুর রহমানের সাথে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
এরই জের ধরে উম্মে কুলছুমের ভাই আজিজুল হককে শনিবার ২২ফেব্রুয়ারী নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার মাস্টার পাড়া (বলদিটারী) এলাকায় অতর্কিত ভাবে আজিজুলের উপর হামলা করে রক্তাক্ত করে বলে অভিযোগ আছে।
পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছেন।
এব্যাপারে অভিযোগকারী আজিজুল হকের বলেন, আমার ছেলে ও মেয়ে জামাই একসাথে আমার বাড়ীতে আসার পথে আব্দুর রহমান আমার ছেলেকে কুপিয়ে জখম করে। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।