গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ও দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামি লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম রাজা (৬৪), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ ওরফে পেস্তা হারুন (৪৭)।
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।
মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।