রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “ আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক জনাব তারেক রহমান বলেছেন, যারাই ভোটের অধিকার চেয়েছিল, মানুষের অধিকারের কথা বলেছিল -তাদেরই হত্যা করেছিল ফ্যাসিষ্ট হাসিনা সরকার। নীলফামারীর গোলাম রব্বানী শুধু একজন নয়, গত ১৬ বছরে হাজারও নিরীহ লোককে নির্বিচারে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। যারা দেশের মানুষের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারব না। তাদের ত্যাগ প্রতিষ্ঠিত করতে হলে মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এসব অধিকার ফেরাতে গেলে দেশে সুষ্টু নিবার্চন দিয়ে গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কোন মসজিদ বা প্রতিষ্ঠানের নিবার্চন হোক, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ এমনকি সংসদ নিবার্চন হোক প্রতিটি ক্ষেত্রেই গনতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হবে।
সোমবার (৩০) ডিসেম্বর নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নব-নির্মিত বাড়ী হস্তান্তরের সময় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, সব শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য,শিক্ষা, কৃষি, বেকারত্ব সহ নানা ধরণের পুঞ্জিভুত সমস্যা পযার্ক্রমে সমাধান করতে হলে যারা জনগনের কথা বলে এবং তা বাস্তবায়নে অগ্রণি ভুমিকা রাখে আপনারা তাদের সাথে থাকুন।
স্বৈরাচার পালিয়ে গেলেও- তাদের প্রেত্বাতারা এখনও দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে, দেশের মানুষ যেন কোন ভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
Facebook Comments Box