Saturday, April 19, 2025
Homeনীলফামারীদুই মামলায় আদালতে হাজিরা দিতে এসে জনরোষের মুখে সাবেক সংসদ আফতাব

দুই মামলায় আদালতে হাজিরা দিতে এসে জনরোষের মুখে সাবেক সংসদ আফতাব

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
আদালতে হাজির হতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। রোববার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি।

দুপুর সাড়ে ১২ টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাকে। এসময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোট চোর ও খুনি স্লোগান দিয়ে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিলঘুষি মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রæত তাকে সেখান থেকে সরিয়ে নেন। এসময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতারা।

নীলফামারী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন,‘রংপুরের একটি মামলায় ভোটচোর সরকারের এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজকে নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাকে শোন এ্যারেস্টের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে এই ভোট চোর এমপিকে আদালতে হাজির করে তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এই শোন এ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকার সহ আওয়ামী লীগের ৪৩ জনকে নেতাকর্মীকে নামীয় ও অজ্ঞাত আসামি করে আদালতে মামলা দায়ের করেন জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।

এছাড়াও ২০১৫ সালের ১৪ মার্চ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ বিন আমিন সুমনকে ডোমার শহরের কৃষি ব্যাংক সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আফতাব উদ্দিন সরকারের নির্দেশে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে থানায় ব্যাপক নির্যাতন সহ ওসির মাধ্যমে ১০লাখ টাকা চাঁদা দাবি করেন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। এ ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাবেক আফতাব উদ্দিন সরকার ও ডোমার থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা দায়ের করেন যুবদল নেতা সুমন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর