Sunday, March 16, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর: দেশের উত্তরের জেলা দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড।

শুক্রবার দিনাজপুর জেলা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৮৩ মিলিমিটার।

এদিকে দেশের আট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকালের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর