জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে একটি কনস্ট্রাকশন ফার্মে ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের চুনিয়া পাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে ডাকাতির ঘটনাটি ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার শমবারু দাস (২৬), একই উপজেলার দীপু চন্দ্র দাস (৩০), বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার সুজন দাস (২৭), কাহারোল উপজেলার রামপুর এলাকার গাড়ির চালক মো. আলমগীর হোসেন (৩৬) এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মো. দুলাল হোসেন (৩৬)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান।
এসময় তিনি বলেন, জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় মেসার্স আবির মটরস নামে একটি গ্যারেজে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তারা ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গ্যারেজে প্রবেশ করে প্রহরীদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা গ্যারেজ থেকে ২০টি ১২ ভোল্টের ব্যাটারি, চারটি অ্যানড্রোয়েট মোবাইলফোন, দুটি বাটন মোবাইল, ড্রয়ার থেকে ৩ লাখ ৫২ হাজার ৬৩০ টাকা ও বিভিন্ন যন্ত্রাংশ ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় গ্যারেজের স্বত্বাধিকারী আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১২-১৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একজন আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে শমবারু দাসকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি ডাকাতির ঘটনা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যমতে, ডাকাতি হওয়া ২০টি ব্যাটারির মধ্যে ১৮টি ব্যাটারি জব্দ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।