এনামুল মবিন(সবুজ), প্রতিনিধি দিনাজপুর:
সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার ২৬ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আব্দুর রহমান (৬২)। ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম( ৬০)। মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজকুমার (৪৫) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫)। বোচাগঞ্জ উপজেলার বনগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোবাইদুর রহমান (৪৭)। ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম (৪০)। শিবনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক সরদার (৬৫)।
পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০)। পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম (৪০)। পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী শফিকুল ইসলাম (৪৮), বিলাইচন্ডি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী দুলাল প্রামানিক (৪০)। পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম (৫০)। পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ সারোয়ার জয়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, অপারেশন ডেভিল হান্ট চলছে এবং এরা উপজেলার বিভিন্ন পর্যায়ে থেকে সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।