Saturday, April 19, 2025
Homeনীলফামারীতিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) এর সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে তিস্তা ভাঙ্গা বালুর বাধ পরিদর্শন করেছে ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলার তিস্তা নদীর চড়খড়িবাড়ী এলাকায় বাধ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতাকর্মীরা। ভাঙ্গা বালুর বাধ সংস্কার অভাবে কি সমস্যা হতে পারে সে বিষয়ে স্থানীয়দের কথা শুনেন তারা।

এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, টেপাখড়ীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, টেপাখরী বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী বসুনিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, “২০১৬ সালে স্বেচ্ছায় শ্রম দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বালুর বাধ নির্মাণ করেন স্থানীয়রা। বাঁধের ফলে ২০ হাজার পরিবার ও হাজার হাজার একর ফসলের জমি বন্যার পানি থেকে রক্ষা পায়। কিন্তু বিগত কয়েক বছরের তিস্তার বন্যায় এই বাঁধের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে আসন্ন বর্ষা মৌসুমে কৃষকদের ফসলি জমি ও স্থানীয়দের বসত বাড়ি বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন,“৩ কিলোমিটার বাঁধের প্রায় ২ কিলোমিটার বাধ ভেঙ্গে গেছে। এটা সংস্কার অতি জরুরি। কিন্তু স্বেচ্ছায় আবারও আমাদের পক্ষে এই বাধ তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিষয়টি আমাদের নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মুঠোফোনে জানালে তিনি আজকে নেতাকর্মীদের পাঠায় এই বাধ পরিদর্শনে।”

শাহ আলম ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন,“তুহিন ভাই সব সময় তিস্তা পাড়ের মানুষের খোঁজ খবর রাখেন। তারই প্রমাণ আজকে আবারও পেলাম। বিএনপির নেতাদের পাঠিয়েছেন আমাদের খোঁজ খবর নিতে। আশা করি তিনি নিরাপদে দেশে ফিরে আবারও পুরোদমে তিস্তা পাড়ের মানুষের সেবায় নিয়োজিত হবেন।”

এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,“ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী দেশের বাইরে থাকলেও সব সময় তিনি আপনাদের খোঁজ রাখেন। আপনাদের দুঃখ দুর্দশা, সমস্যার সমাধান করার চেষ্টা করেন তিনি। আপনারা তুহিন ভাইকে এই বালুর বাধের কথা বলেছেন সেটি দেখতে আজকে আমাদের তিনি পাঠিয়েছেন। আশা করছি তিনি দ্রুত উচ্চ মহলের সাথে কথা বলে এই বাধ সংস্কারের চেষ্টা করবেন।

তিনি আরও বলেন,“আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলে আপনাদের সকল দুঃখ দুর্দশার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন তিনি।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর