Saturday, March 15, 2025
Homeরংপুরতারাগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

তারাগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দুখু,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (১৫ সেপ্টেম্বর) ঘনিরামপুর বড়গোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিয়ার রহমানের পদত্যাগের দাবিতে সকাল ১১ টা থেকে প্রায় ৩-৪ ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর বরাতি ব্রিজের কাছে এ অবস্থান নেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা।

বিভিন্নধরনের অনিয়মের অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেন ছাত্রছাত্রীরা। সেখানকার প্রাক্তন ছাত্র ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলমগীর সরকার বলেন, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলিয়ার রহমান প্রতিষ্ঠানটিকে পারিবারিক প্রতিষ্ঠানে রুপ দিয়েছে। সে আরও বলেন, এই প্রতিষ্ঠানে শুরু থেকে এককভাবে সভাপতির দায়িত্বে রয়েছে প্রধান শিক্ষকের নিজের বড় ভাই মফিজাল হোসেন। সভাপতি ও প্রধান শিক্ষকসহ তাদের এক পরিবারেরই মোট ৮ জন রয়েছে সেখানে।

মহাসড়ক অবরোধ করলে সেখানে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা যান। তারপর তিনি সেখান থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে বিদ্যালয়ে নিয়ে যান এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোঝার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা ইউএনও এর কথায় সাড়া না দিয়ে আবারও মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় অনেকসময় যানজটের সৃষ্টি হয়।

এসময় ছাত্রছাত্রীরা স্লোগান দেন, তুমি কে আমি কে? নেতা নেতা। কে বলেছে কে বলেছে? আলেয়া আলেয়া। সেখানকার ছাত্র আহাদ শেখ বলেন, প্রধান শিক্ষকের স্ত্রী সহকারি প্রধান শিক্ষক মোছাঃ আলেয়া বেগম আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করে থাকে। তিনিই আমাদেরকে ব্যঙ্গ করে নেতা বলে ডাকেন। তাঁর জন্যই আমাদের এই স্লোগান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫ টা থেকে মহাসড়ক অবরোধ ছিলো। প্রতিষ্ঠানে মোট ২১ জন শিক্ষক কর্রমচারীর মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিবারেরই রয়েছে ৭ জন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর