তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাড়ির পাশ
থেকে গরু চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছে গরুর মালিক।
জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার
কুর্শা ইউনিয়নের কুর্শা মন্দিরপাড়া গ্রামের পুশুন রায় প্রতিদিনের মত সে
দিনও গরুটি তাঁর বাড়ির পাশে বেঁধে রেখেছিলো। কিন্তু চোর পূর্ব থেকে ওৎ
পেতে ছিলো। আশাপশে কেউ না থাকার সুযোগে গরুর দড়িটি খুলে হাতে নিয়ে সে
চলে যায়। পরে পুশুন রায় গরুটি গোয়াল ঘরে রাখার জন্য গরুটিকে আনতে
গেলে গরুটি দেখতে না পেয়ে চারদিকে খোজাখুজি শুরু করে দেয়। খোজাখুজির
এক পর্যায়ে একই ইউনিয়নের পলাশবাড়ি খিয়ারচড়া ডাঙ্গা নামক স্থানে
গোলজার নামক এক চোরের হাতে গরুটি দেখতে পায়। পরে এলাকাবাসি তাকে
আটক করে গরুটি উদ্ধার করে চোরকে তারাগঞ্জ থানায় সোপর্দ করে।
আটককৃত চোর উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট ছোট দোলাপাড়া
গ্রামের মৃত এন্দাদুল হকের ছেলে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন, এ
বিষয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আজ শনিবার সকাল ১১
টার সময় তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
তারাগঞ্জে গরু চুরি করে পালানোর সময় চোর আটক
Facebook Comments Box