Tuesday, March 18, 2025
Homeনীলফামারীডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী (প্রতিনিধি):

শিশুপার্ক স্থাপনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ডোমারবাসী। মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারীর ডোমার বাজার রেলগেট মোড়ে এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “ডোমার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলেও এখানে শিশুপার্কের মতো বিনোদন কেন্দ্র নেই। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য একটি আধুনিক শিশুপার্ক অত্যন্ত প্রয়োজন। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে “শিশুপার্ক চাই, ডোমারের শিশুদের ভবিষ্যৎ রক্ষা চাই” স্লোগান দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, ডোমারে শিশুপার্ক নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে বিকেলে পৌর ভবনে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর