Monday, March 17, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

সাপের কামড়ে মৃত জান্নাত বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

জানা যায়, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরে ঘরের ভেতরে সাপটি দেখতে পায়ে পরিবার স্থানীয়রাসহ সাপটিকে ঘর থেকে বের করে পিটিয়ে মেরে ফেলেন। তবে সাপটির নাম কেউ বলতে পারছেন না।

পরে আদিত্যকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর