Saturday, March 15, 2025
Homeদিনাজপুরজাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে আলোচনায় ডাঃ আব্দুল আহাদ

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে আলোচনায় ডাঃ আব্দুল আহাদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে আলোচনায় উঠেছে ডাঃ আব্দুল আহাদ এর নাম। নব গঠিত পার্টির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মুখ্য সমন্বয়কের দ্বায়িত্ব পেয়েছেন তিনি। পাশাপাশি পার্টির স্বাস্হ্য বিষয়ক অঙ্গ সংগঠনের আহবায়ক হিসিবে চিকিৎসকদের নিয়ে শক্তিশালী গ্রহনযোগ্য একটি কমিটি গঠনের হাত দিতে হয়েছে তাকে। এর আগে অবশ্য রাজনীতির চৌহদ্দি মাড়াননি চিকিৎসক আব্দুল আহাদ। পট পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে হাল ধরা আলোচিত চিকিৎসক একজন প্রখ্যাত নিউরো সার্জন। কর্মস্হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আলোচিত চিকিৎসক আব্দুল আহাদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ী গ্রামের বাসিন্দা বাবা স্কুল শিক্ষক আব্দুস সাত্তার মন্ডল এবং সরকারি চাকুরীজীবি মাতা সুরাইয়া বেগম এর কনিষ্ঠ তম সন্তান। শিক্ষা জীবনের এসএসসি ২০০৯ সালে সম্পন্ন হয়েছে বাবার দিনাজপুরের ঘোড়াঘাটের বলাহার উচ্চ বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ২০১১ সালে সম্পন্ন করেই ২০১২-২০১৩ সালে এমএমবিএস কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জন হিসেবে চিকিৎসা সেবায় নিবেদিত ডাঃ আব্দুল আহাদ। স্ত্রী ডা: ফারজানা মীম একই হাসপাতালে একজন গাইননোকলিষ্ট হিসেবে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।
বরাবরই রাজনৈতিক সংগঠন এড়িয়ে চলা প্রখ্যাত চিকিৎসক আব্দুল আহাদ ঘটনাক্রমে জড়িয়ে পড়েন ফ্যাসিবাদ সরকার বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সাথে। তিনি নিজ হাতে আন্দোলনে আহত শতশত রুগীকে সেবা করেছেন এবং এদের অনেক অংশ যাদের অপারেশন লেগেছে তাদের অপারেশন করে শরীর থেকে গুলী বের করেছেন।নব গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রাথমিক স্তর থেকে হাল পর্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন রাজনীতিতে। রাজনীতিতে জড়ানোর আগে জন কল্যানে সেবামুলক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন তিনি।

তার এই রাজনীতিতে যোগদানের খবরে নিজ জেলা দিনাজপুরে বেশ আলোচনা উঠেছে তাকে ঘিরে।

হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরের নির্বাচনী এলাকা ৬ এ আসন্ন জাতীয় নির্বাচনে বড় দল জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম এবং বিএনপির সম্ভাব্য প্রার্থী ডাঃ এজেড এম জাহিদ হোসেনের পাশাপাশি প্রার্থী হতে পারেন বলে আলোচনায় নতুন করে যোগ হচ্ছে ডাঃ আব্দুল আহাদের নাম। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ সমর্থকদের মাঝে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ডা আহাদকে নিয়ে কিছুটা চিন্তার ভাজ ফেলতে শুরু করেছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর