Sunday, April 20, 2025
Homeসারাদেশছাদবিহীন বাস চালানোর ঘটনায় মালিক, চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

ছাদবিহীন বাস চালানোর ঘটনায় মালিক, চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের দুর্ঘটনার কবলে ফেলে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের দুর্ঘটনার কবলে ফেলে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে হাসাড়া হাইওয়ে থানায় পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আতাউর রহমান সড়ক নিরাপত্তা আইনে এ মামলা করেন। মামলায় বাসের মালিক, চালক ও হেল্পারকে আসামি করা হয়েছে। বিআরটিএ ডাটাবেজে থাকা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে চারজন বাড়ি ফিরেছেন। গুরুতর আহত ঝালকাঠির বাসিন্দা মো. শাহীন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশঙ্কামুক্ত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। এ ঘটনায় আসামিদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বাসটির ফিটনেস ছিল কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিনগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটির ছাদ উড়ে যায়। বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকারের মুখে জনরোষে গাড়ি থামিয়ে পালিয়ে যান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর