Sunday, April 20, 2025
Homeনীলফামারীচীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন

চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নাঈম শাহ, নীলফামারী প্রতিনিধিঃ
চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (১৯ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক এমপি এনকে আলম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অ্যাড. আলফারুক আব্দুল লতিফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫ মিনিটের পথ টেক্সটাইল মিল। যেখানে অসংখ্য চীনা নাগরিক রয়েছে। নীলফামারী-সৈয়দপুর রোড সংলগ্ন নিষ্কণ্টক মনোরম পরিবেশে উপর্যুক্ত সরকারি পতিত ভূমি। চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য এই স্থানটি একদম উপর্যুক্ত। কারণ সৈয়দপুর বিমানবন্দর থেকে এর দূরত্ব মাত্র ১০ মিনিটের পথ, দারোয়ানী রেলস্টেশন থেকে ৫ মিনিটের পথ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সঙ্গে সহজসাধ্য যোগাযোগ ব্যবস্থা। তাই আমাদের দাবি উত্তরের এই অবহেলিত জেলা নীলফামারীতে চীনের উপহারের দেওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হোক।

এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা কৃষক দলের দলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক আনিসুর রহমান আজাদ, সদস্য মামুনুর রশিদ পাটোয়ারী, ছাত্র সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার, ইসমাঈল হোসেন আখতারুজ্জামান আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর