Sunday, April 20, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে হাটে ড্রোন ক্যামেরায় পুলিশের বিশেষ নজরদারি

চিলমারীতে হাটে ড্রোন ক্যামেরায় পুলিশের বিশেষ নজরদারি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক,চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী জোড়গাছ হাটের ব্যবসায়ী ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ নজরদারি জোরদার করেছেন জেলা পুলিশ। সপ্তাহে রবিবার ও বুধবার নৌপথে যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করে ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে পুলিশ নজরদারি করবেন।

রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জোড়গাছ হাটে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুইদিন ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।

চিলমারী ইউনিয়ন থেকে জোড়গাছ হাটে আসা মাইদুল ইসলাম জানান, প্রতি হাটে এভাবে নজরদারি করলে ডাকাতরা ভয়ে থাকবে। এতে করে আশা করা যায় নৌপথে ডাকাতি আর হবে না।

শুধু জোড়গাছহাট কে নয় ঝুঁকিপূর্ণ রুট গুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি করলে এই রুট নিরাপদ হয়ে উঠবে বলে জানান অষ্টমীর চর ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আ. রহিম, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আঁশেক আকা, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, চিলমারী-রৌমারী রুটে হাট ফেরত জনগণ যেন নৌ ডাকাতির কবলে না পড়ে সেটা নজরদারি করার জন্য অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ড্রোন ক্যামেরা মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সতর্ক অবস্থানের কারনে এই রুটে নৌ ডাকাতি বহুদিন বন্ধ রয়েছে। নদীর নাব্যতা বৃদ্ধি পেলে জনগণ যেন আরো নির্বিঘ্নে এই নৌ রুটে চলাচল করতে পারে সে লক্ষ্যে অতিরিক্ত সতর্ক ব্যবস্থা হিসেবে ড্রোন মোতায়েন করা হয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর